ভোলা সদর উপজেলার ইলিশা এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আটক করা হয়।
ইলিশা ফেরিঘাট থেকে আটক হওয়া মামুন (১৯) কুমিল্লা জেলার বাসিন্দা ও মো. হান্নান (২২) ভোলার ভেলুমিয়া ইউনিয়নে বাসিন্দা।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সিট্রাকে করে ভোলায় আসা মামুন ও হান্নানকে তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/এনায়েত করিম