খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর বিএনপি।
রবিবার সকালে শহরের উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।