সাতক্ষীরার কলারোয়ার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সোহাগ গাজী (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোহাগ গাজী সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের মোঃ সবুর গাজীর ছেলে।
কলারোয়ার তলুইগাছা বিওপির হাবিলদার মো: গোলাম কবির জানান, রবিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশি যুবক সোহাগ গাজী অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশ প্রবেশের সময় তেতুলবাড়ি সোনাই নদী নামক স্থানে টহলরত বিজিবির হাতে আটক হয়। পরে তার কাছে জিজ্ঞাসা করলে সে জানায় কাজের উদ্দেশ্যে ভারত গিয়েছিল।
রবিার বেলা সাড়ে ১২টায় তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তলুইগাছা বিওপির হাবিলদার গোলাম কবির তাকে কলারোয়া থানায় হস্তার করেছেন। এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটককৃতকে দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হবে।