বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশি ও তছনছ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
আজ দুপুরে পৌরসভার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমূল আলমের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে বাহার মিয়া, মাহবুব আলম, হানিফউদ্দিন আহমেদ রনক, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল