বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি করেছে দলের নেতাকর্মীরা।
দেশব্যাপী কমর্সূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ টায় জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। তবে পুলিশ আসার খবরে বিএনপি কার্যালয়ের সামনে ৫ মিনিটেই জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খান বক্তব্য রেখে কর্মসূচি শেষ করেন।
এসময় দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক সালাহ উদ্দিন খান মিল্কী, বজলুর রহমান পাঠান, মশিউর রহমান মশু, সাংগঠনিক মনিরুজ্জামান দুদু, কোষাধ্যক্ষ এস এম মুসা, পৌর বিএনপির সম্পাদক আমিনুল হক আমিন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক তানভীর জাহান চৌধুরী, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা মাসুদ, শাহাবুদ্দিন রিপন, মনি চেয়ারম্যান, আব্দুল্লাহ্-আল মামুন খান রনি, রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, সহ সভাপতি দেলোয়ার হোসেন, ফারদিন চৌধুরী রিমিসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল