লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে মিতু (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার হোসেন (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার পার্বতীনগর ও খিলবাইছা এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, স্থানীয় পার্বতীনগর এলাকার মো. পরানের মেয়ে মিতু সকালে গোসল করতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খিলবাইছার মতলবপুর এলাকায় বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই গ্রামের বাসিন্দা আক্তার হোসেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল