দেশের ব্যস্ততম স্থলবন্দর বেনাপোলে শনিবার আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে স্থানীয় মোটর শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার রাত ৮টায় শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠক শেষে এ ঘোষণা দেন।
বেনাপোল গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার রবিন ধর্মঘটের বিষয়টি জানিয়ে বলেন, পৌর মেয়র সমর্থিত ছাত্রলীগ নেতারা তাদের অফিসের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলো। এসময় কোনো কারণ ছাড়াই তারা তিন শ্রমিককে মারধর ও কাউন্টারে ভাঙচুর চালায়। অভিযুক্তদের বিচারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি-তদন্ত শামীম খন্দকার জানান, মাইকে মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষে ধর্মঘটের বিষয়ে প্রচার চালাতে শুনেছি। তবে পরিবহনের কেউ এ পর্যন্ত পুলিশের সহযোগিতা চায়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন