বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, 'শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। ২০২১ সালের মধ্যেই দেশ উন্নত দেশে পরিণত হবে। সরকার নারীর ক্ষমতায়ণে সবকিছু করছে। শেখ হাসিনা নারীকে অগ্রাধিকার দিয়ে সামনে নিয়ে এসেছেন। এখন দেশের উন্নয়ণে নারীর অবদান সবচেয়ে বেশী। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনীসহ দেশের সব সেক্টরে নেতৃত্ব দিচ্ছে নারী। তাই নারীকে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই।'
শনিবার জামালপুরে জেলা মহিলা আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন। মির্জা আজম বলেন, উন্নয়ণের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। এদেশের অর্ধেক ভোটার নারী। দলকে ক্ষমতায় আনতে হলে এই বিপুল সংখ্যক নারীকে সংগঠিত করতে প্রতিটা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীকে কঠোর পরিশ্রম করার আহবান জানান তিনি।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাশেদা ফারুকীর সভাপতিত্বে কর্মী সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন। সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্লিক, রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, মেহজাবিন খালেদ বেবী এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/৮ জুলাই ২০১৭/হিমেল