বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে অব্যাহত ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী (১২)। ধর্ষণের কারণে ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত আবু তালেব সরদারকে (৫৮) গ্রেফতার করেছে গৌরনদী থানা পুলিশ।
গত শুক্রবার রাতে মামলা দায়ের করার পর ওই রাতেই তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন গৌরনদী থানার ওসি মো. ফিরোজ কবির।
ওসি জানান, গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আবু তালেব সরদার। এরপর বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করে সে। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয় শিশুটিকে। ধর্ষণের ফলে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ের অস্বাভাবিক শারীরিক বৃদ্ধির বিষয়টি চোখে পড়ে তার বাবা-মায়ের। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরিবারের সদস্যরা জানতে পারেন ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। এক পর্যায়ে স্কুল ছাত্রী ধর্ষণের কথা বলে দেয় তার বাবা মায়ের কাছে। এরপর শুক্রবার রাতেই স্কুল ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করার পর গ্রেফতার করা হয় অভিযুক্ত আবু তালেবকে।
ওসি ফিরোজ কবির আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তালেব শিশু ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই মামলায় শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেণি করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য প্রথমে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন