চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার চাকফিরাণী গ্রামে অতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় পুকুরে পড়ে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আনোয়ার একই এলাকার আবদুল মজিদের ছেলে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই মো. মাসুকুর রহমান বলেন, অতিরিক্ত মদ্যপান করে গত মঙ্গলবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আনোয়ার পুকুরে পড়ে যান। সকালে পুকুরে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন