নাটোর শহরের কানাইখালি এলাকায় পুকুরে পড়ে তাহসিন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, তাহসিন মঙ্গলবার বেলা ১১টার দিকে তাহসিনের বাবা হাঁটার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় তাহসিনও বাবার পিঁছু পিঁছু বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি।
পরে অনেক খোঁজাখুঁজি করে দুপুর ১টার দিকে বাড়ির পাশ্বে একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/২২ আগস্ট, ২০১৭/মাহবুব