বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি উদযাপিত হয়েছে। বুধবার বাদ আসর বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদে জেলা যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় দোয়া মাহফিলে জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাবলু, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, যুবনেতা সাজেদুর রহমান সিজুসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে প্রতিযোগিতা শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন উপজেলাতে কর্মসূচি পালিত হয়েছে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম