সাভারে একটি এনজিওর অফিসে সিআইডি পুলিশ পরিচয়ে তল্লাশি চালানোর সময় আতঙ্কে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এঘটনায় ওই এনজিওর চার কর্মকর্তাকে আটক করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনীর নয়াবাড়ি এলাকার মাদার আফ ল্যান্ড নামের একটি এনজিওর অফিসে।
মাদার আফ ল্যান্ড এনজিওর জুনিয়র কর্মকর্তা ফরিদা পারভীন জানান, রাতে মাদার আফ ল্যান্ড নামের ওই এনজিওর পাঁচ তলা অফিসে তল্লাশি চালায় সিআইডি পুলিশের একটি দল। এসময় সিআইডির কর্মকর্তারা বলেন এখানে ওয়ারেন্ট এর আসামি আছে তাকে আমরা ধরতে এসেছি। এই বলে মাদার আফ ল্যান্ডের কর্মকর্তা ইসহাক আলী, মেহেদী হাসান, ইমন খাঁন ও নজরুল ইসলামকে আটক করে নিয়ে যায় সিআইডি পুলিশ। এসময় আতঙ্কে ওই এনজিওর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ভুইয়া (৫৪) হৃদরোগে আক্তান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অন্য কর্মকর্তারা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, মাদার আফ ল্যান্ড নামের ওই এনজিওটি ভুয়া। তারা মানুষকে বিভিন্ন প্রভোলন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। নিহত ওই ব্যক্তি হৃদরোগে আক্তান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই আবিদ হাসান। নিহত ওই ব্যক্তি বাগেরহাট জেলার বাসবা থানার আকছিনা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ভুইয়ার ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন