বরগুনার পাথরঘাটায় এক কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন কেওড়াবনের বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পাথরঘাটা পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত হযরত আলী ফকিরের ছেলে মো. দুলাল ফকির (৩৫) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে জাকির হোসেন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম