রংপুরের দর্শনা এলাকায় বালু ভর্তি ট্রাক্টর ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা মোড় সংলগ্ন বটতলা এলাকায় টার্মিনাল থেকে ছেড়ে আসা অটোরিকশা ও দর্শনা থেকে টার্মিনালগামী বালুবোঝাই ট্রাক্টরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। এতে চারজন গুরুতর আহত হয়েছেন।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/এনায়েত করিম