নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীসহ দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা ও মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামের মৃত মওজ আলীর স্কুল পড়ুয়া মেয়ে হালিমা আক্তার (১৪) গলায় ওড়না প্যাঁচিয়ে বাড়ির পেছনের আম গাছে ঝুলে আত্মহত্যা করে। সে স্থানীয় মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তবে তার আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
অপরদিকে শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামের হাবিবুর রহমান খন্দকারের বাক প্রতিবন্ধী ছেলে জাকারিয়া (২২) গ্রামের দেওয়ালখাল নামক স্থানে গলায় দড়ি প্যাঁচিয়ে রেইন্ট্রিগাছে ঝুলে আত্মহত্যা করে। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে পুলিশ ও পরিবারের লোকজন।
কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং মানসিক ভারসাম্যহীন জাকারিয়ার লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল