নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামে অন্তঃসত্ত্বা এক গৃহবূধকে ধর্ষণ করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার রাত১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই গৃহবধূর স্বামী মো ফারুক জানান, বৃহস্পতিবার তিনি বাড়িতে ছিলেন না। সন্ধ্যার সময় খিলপাড়া ইউপির খিলপাড়া গ্রামের সন্ত্রাসী মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে ৪/৫ জন বখাটে তার বসত ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এসময় তার স্ত্রী বাধা দিলে তাকে ও তার দুই শিশু সন্তানকে মারধর করে বখাটেরা। পরবর্তীতে বখাটেরা তার স্ত্রীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাকে খবর দেয়।
এ ব্যাপারে হাসপাতালের ডিউটি ডাক্তার জানান. ধর্ষণের ঘটনায় ওই গৃহবধূকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর শনিবার তার রিপোর্ট আসবে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ঘটনা তদন্তের পর অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল