নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকন্দায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেতে পারলেও মূল আসামি এনাজুল পলাতক রয়েছে। শুক্রবার দুপুরে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এনাজুল (২৬) দুটি মাদক মামলার আসামি। আব্দুল আলীর ছেলে এনাজুল চত্রংপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
কলমাকান্দা থানার ওসি এ কে এম মিজানুর রহমান জানান, চত্রংপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এনাজুলকে (২৬) বাড়ি থেকে পুলিশ আটক করে। থানায় নিয়ে আসার পথে নদী পার হতে হয়। একটা ফাঁকা জায়গায় এলে নারীদের ৪০/৫০ জনের একটি দল ঘেরাও দিয়ে পুলিশের উপর চড়াও হয়ে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে আসামিকে ছিনতাই করে। তাৎক্ষণিক আসামি এনাজুল পালিয়ে গেলেও এসময় পুলিশ এনাজুলের স্ত্রী লিমা আক্তার, মিরাজ আলী, সাফায়েত, নিয়ামুল ও আব্দুস সালামসহ ৯ জনকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে আসামি ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িত থাকার মামলা দাযেরের প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, আসামিদের পুরো পরিবারই ইয়াবাসহ মাদক ব্যবসার সাথে জড়িত। তবে অতি দ্রুত এই আসামিকে আটক করা হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল