মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর বিভিন্ন চরে অভিযান চালিয়ে ৩ মন (১২০ কেজি) মা ইলিশসহ ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযান শেষে মা ইলিশ শিকার, বিক্রি এবং পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জেলেকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দেয়া হয়।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে আরো উপস্থিত ছিলেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনাসহ সারাদেশের নদীতে মাছ শিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। ইলিশ রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা তীরবর্তী বিভিন্ন চরে অভিযান চালানো হয়। এ সময় ৩ মন অর্থাৎ ১২০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জালসহ নয় জেলেকে আটক করা হয়। পরে তাদের সাতদিন করে বিনাশ্রম কারাণ্ডাদেশ দেয়া হয়। তিনি আরো জানান, জব্দকৃত মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া জালগুলো পদ্মা নদীর পাড়ে এনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল