সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের উপর হামলার ঘটনায় পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাড়াশ থানার পুলিশ তাড়াশ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরই তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এদিকে, ঘটনার পরই ফরহাদের মুক্তির দাবিতে দলীয় নেতা কর্মীরা শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর রহমান জানান, ২০১৬ সালে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হকের অফিস কক্ষে প্রবেশ করে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তিনি গুরতর আহত হন। এ ঘটনায় তার ভাগ্নে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। পুলিশ এ মামলায় অভিযোগপত্র দায়ের করেন। আদালত ওই মামলার তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৭/হিমেল