কক্সবাজারের পেকুয়ায় কমরুন্নেছা (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিঘোনা এলাকায় পিতার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
কমরু ওই এলাকার মৃত আবুল কাশেমের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য মো. ইছমাইল জানায়, ছয়মাস পূর্বে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার নুরুল কাদেরের ছেলে নুরুল আবছারের সাথে বিয়ে হয় কমরুন্নেছার। কয়েকদিন পূর্বে সে পিতার বাড়িতে বেড়াতে আসে।
কিন্তু অজ্ঞাত কারনে বুধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির একটি কক্ষের সিলিংয়ের সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ