হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া থেকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে জাবেদ মিয়া (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শহরের কামারপট্টি এলাকা থেকে ফেরদৌস মিয়া নামে এক অটোরিকশা চালককে ভাড়া করে জাবেদ ও তার এক সহযোগী। অটোরিকশাটি বাইপাস রোড পৌঁছলে জাবেদ ও তার সহযোগী চালক ফেরদৌসকে বেঁধে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। ফেরদৌসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পাইকপাড়ায় গিয়ে জাবেদকে আটক করে। এ সময় তার অপর সহযোগী পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ জানায়, জাবেদের স্বীকারোক্তি মতে তার সহযোগীকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জাবেদ মিয়া শহরতলীর বহুলা গ্রামের আরব আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ