ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তারকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বাঙ্গুরা এলাকায় বুধবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দশমোজা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠলে ভেতরে থাকা লোকজনের সঙ্গে স্বপ্নার ধস্তাধস্তি হয়। এ সময় তাকে ছুরিকাঘাত করে সিএনজি অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ রাত ১০টায় ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে কীভাবে, কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
নিহত স্বপ্না উপজেলার চারপাড়া গ্রামের মৃত লিল মিয়ার মেয়ে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ