বরিশালের দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকাসহ ৩ জনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) সদস্যরা। বুধবার দিনগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে এপিবিএন এর উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম জানান, ট্রাকে করে ২০ মণ জাটকা পটুয়াখালী থেকে খুলনার উদ্দেশে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জাটকাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ