ঈশ্বরদী শহরের পিয়ারাখালি গোরস্তানপাড়া এলাকায় চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ টনিক সরকার (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোরস্তানপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার টনিক ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী এলাকার জয়নাল আবেদিন মাস্টারের ছোট ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে বলে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে সহকারী পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল জহুরুল হকসহ পুলিশের একটি দল ঈশ্বরদী শহরের পিয়ারাখালি গোরস্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
টনিক দীর্ঘদিন পলাতক ছিল জানিয়ে ওসি বলেন, গ্রেফতারের পর টনিককে পাবনা জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম