নেত্রকানা আধুনিক সদর হাসপাতালে মোহনগঞ্জের কল্লোল হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদি আঃ সালাম (৩০) এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট জনিত সমস্যা হলে জেল কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফেইল হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ভারপ্রাপ্ত আরএমও ডাঃ হাবিবুর রহমান লাভলু।
নেত্রকোনা জেল সুপারিন্টেনডেন্ট আব্দুল কুদ্দুস জানান, গত ২১ তারিখ একটি হত্যা মামলার রায়ে আঃ সালামের যাবজ্জীবন সাজা হয়। তিনি মোহনগঞ্জ উপজেলার বানিহারি গ্রামের স্বস্থি মোড়লের ছেলে। তাকে কারাগারে আনার পর থেকেই শ্বাসকষ্ট জনিত রোগ দেখা দেয়।
আজ সকালে তা বেড়ে গেলে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিডিপ্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ই জাহান