রূপগঞ্জের ডেমরায় ৭ বছরের এক শিশু নির্যাতনসহ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সবুর (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ডেমরার সারুলিয়া ওয়াসা রোডের চান মিয়ার বাড়ীতে বুধবার এ ঘটনা ঘটে। সবুর ওই বাড়ির ভাড়াটিয়া ও গাইবান্দার সাঘাটা থানার কমলপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই মেয়ে শিশুটি ধর্ষক সবুরের প্রতিবেশী এক ভাড়াটিয়ার মেয়ে। প্রায় প্রতিদিনই সবুর শিশুটির সঙ্গে খেলার ছলে তাদের ঘরে আসত। বুধবার দুপুরে লম্পট সবুর মেয়েটিকে খেলার জন্য ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে মেয়েটির মা ডাকাডাকি করলে মেয়েটি সবুরের ঘর থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে। এ সময় মেয়েটি তার মা ও খালার সঙ্গে সব ঘটনা খুলে বলে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক সবুরকে গ্রেফতার করে। পরে এ বিষয়ে পুলিশি তদন্ত শেষে বুধবার রাতে ধর্ষিতার বাবা ডেমরা থানায় সবুরের বিরুদ্ধে মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার