টাঙ্গাইলের সখীপুরে দুই কলেজছাত্রীকে ধর্ষণ ও অপহরণের চেষ্টা মামলায় গ্রেফতারকৃত আসামিদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে সখিপুর আমলী আদালত। আজ মামলার আয়ু উপ-পরিদর্শক মজিবর রহমান আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক রুপন কুমার দাস আসামিদের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সখিপুর মহিলা কলেজের দুই ছাত্রীকে ধর্ষণ ও অপহরণের চেষ্টায় ব্যার্থ হয়ে ৫ বখাটে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে ওইদিন রাতেই কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বাদী হয়ে মামলা করেন। পুলিশ সেদিন রাতেই মামলার আসামি লোকাল বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অন্তর হোসেন (২৫), উপজেলার আড়াইপাড়া গ্রামের জাহিদ হাসান (১৯), পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাহারতা গ্রামের সাকিব আল হাসান (১৮), একই এলাকার কাব্য (১৮) এবং ৪ নম্বর ওয়ার্ডের সিয়াম হাসানকে (২০) গ্রেপ্তার করে। আসামিরা সবাই সরকার দলীয় সমর্থক বলে জানা গেছে। পরে আসামিদের ২১ ডিসেম্বর আদালতে রিমান্ড চেয়ে হাজির করলে আজ শুনানীর দিন ধার্য্য করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার