রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আখ ক্ষেত থেকে মালেকা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।
ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে আখ ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার