বরগুনাতে একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা সেবনরত ও জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান টিম।
মঙ্গলবার রাত ১০ টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মহাসিন হাওলাদার, বরগুনা শহরের ব্যবসায়ী স্বপন মৃধা, গোপাল সাহা, কামাল হোসেন তমাল, (জুয়ারী) চন্দন মিয়া ও রিপন।
বরগুনা জেলায় গেয়েন্দা পুলিশের পুলিশ পরির্দশক মো. বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ও ৫৯ হাজার টাকাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর