কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী একটি সরিষা ক্ষেত থেকে কাবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি ঘুনাপাড়া এলাকার সরিষা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাবুল হোসেন পাকুড়িয়া দহপাড়া গ্রামের মৃত আজিতুল্লাহ্ মণ্ডলের ছেলে।
জানা যায়, সকালে স্থানীয়রা ওই সরিষা ক্ষেতে কাবুল হোসেনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, নিহত কাবুল হোসেনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র মামলাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। তার লাশ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/হিমেল