‘লেটস সিনেমা’ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’ ও সামাজিক সংগঠন ‘শূন্য’ এর আয়োজনে বুধবার সকালে স্থানীয় টাউন হল মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান অভিনেতা ও আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার।
এসময় স্থানীয় অতিথিরা উৎসবের লোগো উম্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, নারী নেত্রী ফরিদা ইয়াসমীন লিকা, অ্যাডভোকেট সেলিনা আক্তার, আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার ভৌমিক, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, উৎসব পরিচালক জিসান মাহাদি প্রমুখ।
এ উৎসবে সর্বমোট ৭১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের সঙ্গে তিন দিনব্যাপী বাংলাদেশি তরুণ নির্মাতারাও অংশ নেবেন। জুরিবোর্ড সদস্যদের মাধ্যমে ছয়টি বিভাগের নির্বাচিত সেরা চলচ্চিত্রগুলো পুরস্কার পাবে। আগামী শুক্রবার পর্যন্ত চলবে এ উৎসব।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম