সারা দেশের মতো টাঙ্গাইলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বতন দিবস পালিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে সংসদ সদস্য মনোয়ারা বেগম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম