দীর্ঘ তিন বছরেও বিচার হয়নি রাঙামাটি ম্যাডিকেল কলেজ চালু কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় নিহত মনির হোসেন হত্যার। তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করছে স্থানীয়া। আজ মনির হোসেন স্মৃতি সংসদের ব্যানারে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে নানিয়ারচর উপজেলা ও রাঙামাটি জেলা সদরের কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট আবছার আলী, রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কামাল, নানিয়ারচরের মনির হোসেন স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট মামুন ভুইয়া বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় উপজাতিয় সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দীর্ঘ তিন বছরেও সে হত্যার বিচার হয়নি। তার সে অবদানের কথা আজ কারো মনে নেয়। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরনিয় করে রাখার জন্য মেডিকেল কলেজের ছাত্রবাসকে শহীদ মনিরের নামে নামকরণ করার দাবি জানান বক্তরা। এছাড়া তার পরিবারকে সরকারি চাকরি দেওয়ারও দাবি জানান।
বক্তরা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দ্রুত মনির হত্যার বিচার করা না হলে এবং তার নামে মেডিকেল কলেজের ছাত্রবাসের নামকরণ করা না হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার