মাগুরায় আওয়ামী লীগ নেতাসহ শহরের দু'টি বাড়ি থেকে দিনে-দুপুরে স্বর্ণালংকার চুরি হয়েছে। আজ দুপুরে দক্ষিণ পিটিআই পাড়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাঘব দাইড় ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির ও আব্দুল গফফারের বাড়িতে এ চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা তাদের বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানা গেছে।
বাবুল ফকির জানান, দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ঘরের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে ও ঘরের মধ্যে থাকা আলমারি থেকে প্রায় ৩ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ সময় তিনি ও তার স্ত্রী বাইরে ছিলেন। একই সময়ে দুর্বৃত্তরা আব্দুল গফফারের ঘরে ঢুকে ৭ ভরির অধিক পরিমান স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। বাবুল ফকির আব্দুল গফফারের বাড়ির ২য় তলায় ভাড়া থাকেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার