৫১ জন শিক্ষার্থী নিয়ে হবিগঞ্জে যাত্রা শুরু করলো ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ’।
বুধবার আনুষ্ঠানিকভাবে এ মেডিকেল কলেজের ক্লাস শুরু হলো। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাস শুরুর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন স্বরাষ্ট্র সচিব মোখলেছুর রহমান, যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম, যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শেখ হাসিনা মেডিকেল কলেজে’র অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান।
অনুষ্ঠান শেষে এমপি আবু জাহির শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়ে ক্লাস শুরুর সূচনা করেন।
এ সময় হবিগঞ্জে নব প্রতিষ্ঠিত ‘শেখ হাসিনা মেডিকেল কলেজে’ ভর্তির সুযোগ পেয়ে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।
বিডিপ্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান