টাঙ্গাইলে ১টি রিভলবার ও ১টি ওয়ান শ্যুটারগানসহ সজিব আহম্মেদ (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩। টাঙ্গাইল সদর উপজেলা বেড়াডোমা এলাকা থেকে সজিব আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব আহম্মেদ সদর উপজেলা বেড়াডোমা এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
আজ দুপুরে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব-১২ এর একটি দল মঙ্গলবার গভীর রাতে বেড়াডোমা এলাকায় মৃত আয়নাল হকের বাড়ির দক্ষিণ পাশের বাগানে অভিযান চালিয়ে সজিবকে আটক করে। পরে আটককৃত সজিবের কাছ থেকে ১টি রিভলবার ও ১টি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।
র্যাব আরো জানান, সজিব দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে টাঙ্গাইল জেলার শহর এলাকাসহ আশপাশ এলাকায় ডাকাতি, খুন, চাদা-বাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। এলাকায় অবৈধভাবে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে চাঁদাবাজি, ছিনতাই ও লোকজনকে ভয়ভীতি, হুমকিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে সজিব।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাবের কোম্পানি কমান্ডার জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার