কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন জুবায়ের হাসান চৌধুরী(১৮) আজ মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিষ্ণপুর গ্রামের মো. তছলিম চৌধুরীর ছেলে।
আহত যাত্রীরা জানান, একটি মাইক্রোবাস (নং- চট্রো মেট্রো- চ-১১-৩৯৭৪) চালক ও হেলপারসহ ১২ যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ফেরার পথে মঙ্গলবার রাতে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গাছে ধাক্কা লাগে। দুর্ঘটনায় সকল যাত্রী আহত হয়। মারাত্মক আহত ৭ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার জুবায়ের হাসান চৌধুরী নামে একজন আহত যাত্রী মারা যান।
হাইওয়ে পুলিশের মীরপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক একেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, সম্ভবত, লং জার্নির কারণে চালকের তন্দ্রা আসায় ভাঙ্গা সড়কে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেনি, তাই গাছের সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার