তীব্র শীতে নাটোর রেল স্টেশনে ছিন্নমূল অজ্ঞাত এক ক্ষুধার্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা কয়েকদিন ধরে একই স্থানে অবস্থান করছিল বলে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানিয়েছে।
নাটোর রেল স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৩-৪দিন ধরে ওই বৃদ্ধা স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে অবস্থান করছিল। রেলের কর্মকর্তা কর্মচারীরা তার পরিচয় জানার চেষ্টা করেছে বেশ কয়েক দফা। কিন্তু সে কিছুই জানাইনি। তাকে দেখে মনে হয়েছে সে তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন। এছাড়া ক্ষুধার্ত ও অসুস্থ বলেও মনে হয়েছে।
রেল কর্তৃপক্ষসহ অনেকেই তকে খাবার দিয়েছেন। এছাড়া সামর্থ অনুযায়ী কেউ কেউ গরম কাপড়ও দিয়েছেন তাকে। আজ তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ওই বৃদ্ধার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যায়।
নাটোর স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নামঠিকানা হীন ওই বৃদ্ধা গত চারদিন আগে স্টেশনের টিকিট কাউন্টার চত্বরে আশ্রয় নেয়। তীব্র শীতের কারণে কেউ তাকে বিরক্ত করেনি। উপরন্তু তার খোঁজ নেওয়াসহ খাবার ও গরম কাপর দিয়েছেন অনেকেই। বার্ধক্য ও শীতজনিত কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার