দুই সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে সিরাজগঞ্জের জাতীয় জুটমিলের দিনমজুর ভিত্তিক শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেছে।
পরে সংশ্লিষ্ট প্রশাসন এক সপ্তাহের বিল প্রদানের আশ্বাস দিলে দুইঘন্টা পর কর্মবিরতি তুলে নেয়। বুধবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন।
মিলের শ্রমিকরা জানান, প্রায় আড়াই হাজার মাত্র দুই শত টাকা শ্রমিক দিনমজুর ভিত্তিক কাজ করছি। প্রতি সপ্তাহে বিল দেয়া হয়। এজন্য আমরা পুরো সপ্তাহ দোকানদার থেকে শুরু করে সব জায়গায় বাকী ও ধার-দেনা করে সংসার পরিচালনা করি। কিন্তু তিন সপ্তাহ যাবত বিল নেই। দোকানদাররাও বাকী দিচ্ছে না। এ অবস্থায় আমরা পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দুই ঘন্টা পর কর্তৃপক্ষ একটি বিল দেয়ার আশ্বাস এবং বাকী বিল আগামী সপ্তাহে দিবে এমন আশ্বাসে প্রত্যাহার করে নিয়ে কাজে যোগদান করেছি।
জাতীয় জুটমিলের ডিজিএম আমিনুল ইসলাম জানান, শ্রমিকদের মজুরি বাবদ প্রায় ৩৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। আর মিলের উৎপাদিত পণ্যের বিক্রিবাবদ কোম্পানীর কাছে ২৪ কোটি টাকা বকেয়া রয়েছে। এ জন্য শ্রমিকদের মজুরী দিতে সমস্যা হচ্ছে। বকেয়া পাওনা পেলে আর কোন সমস্যা হবে না।
বিডিপ্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৮/ ই জাহান