ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারে আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানাতে পারেনি।
জানা যায়, বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের স্থানীয় ডিগ্রি কলেজের কাছে ওয়াটার হাউজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, প্রাইভেটকারটি ফিডার রোড থেকে মূল রাস্তার দিকে উঠছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের পাঁচ যাত্রী দগ্ধ হন। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ