গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাক চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। নিহত বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালামপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)নেপাল চন্দ্র সরকার জানান, বিপ্লব মিয়া ওই মহাসড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করছিলেন। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানের উপর উঠে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার