হবিগঞ্জে উন্নয়ন মেলা শুরু হয়েছে। আজ দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তৃণমূল মানুষের মুখ থেকে সরকারের উন্নয়ক কর্মকান্ডের কথা শুনেন। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা প্রশাসক মনীষ চাকমা।
প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেন চা শ্রমিক নেতা নৃপেন পাল। এ সময় চা শ্রমিক নেতা কাঞ্চন পাত্র ও ধীরেন ভৌমিক উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মো. শফিউল আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ। পরে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, মেলায় এ বছর ৭৭টি স্টল বসে। এগুলোর মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার