চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায় সমস্কেল বেতনের দাবিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে সড়কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এ গ্রাম পুলিশদের মানববন্ধন হয়।
তারা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক দফাদার মোঃ খায়রুল আনাম ও নবাবগঞ্জ গ্রাম পুলিশ ইউনিয়নের সভাপতি দফাদার মোঃ হবিবর রহমান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন