বরগুনায় তালাবন্ধ ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত সেই শিশুর নাম সিফাত (৮)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা অফিসের পাশের সেই তালাবদ্ধ ঘর থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে। সিফাত সেই ওয়ার্ডের বাসিন্দা হোটেল ব্যবসায়ী কবির হোসেনের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, মৃত শিশুটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর