সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে কিশোরগঞ্জে আসমা সিদ্দিকা কাকলী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।জেলা শহরের গাইটাল আলমগীর হোসেন সিটি এলাকায় সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আসমা সিদ্দিকা কাকলী (৩৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কচুরী গ্রামের মো. সোহেল মিয়ার স্ত্রী। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় স্বামীকে নিয়ে বসবাস করতেন।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গৃহবধূ আসমা সিদ্দিকা কাকলীর মানসিক সমস্যা ছিল। এ মানসিক সমস্যার কারণেই আত্মহত্যা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার