খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা। মঙ্গলবার (০৩ এপ্রিল) সকালে দলীয় কার্যালয় ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৃথক বিক্ষোভ সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, নিজাম উদ্দিন ভুঁইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।
এসময় জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল ২০১৮/হিমেল