ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার নাম আসাদুল ইসলাম আসাদ, বয়স ২৬ বছর। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহ র্যাব ৬-এর স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, সকালে ইয়াবা নিয়ে শহরের হামদহ এলাকায় অবস্থান করছিলেন মাদক বিক্রেতা আসাদুল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক আসাদুল উপজেলার আরাপপুর এলাকার ছদর উদ্দিনের ছেলে।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ