ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মমতাজ বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগমের বাড়ি ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামে। সে ময়না ইউনিয়নের ইউনুছ সেকের স্ত্রী। নিহত মমতাজ বেগম ছোট বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নিহত হন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত মোঃ মিজানুর রহমান জানান, সকালে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া গ্রামে একটি পুকুরে মাছ ধরা নিয়ে স্থানীয় রুস্তম আলীর সাথে প্রতিপক্ষ আবুল খায়ের গ্রুপের সাথে সংর্ঘষ বাধে। এসময় উভয় গ্রুপের লোকজনের মাঝে সংঘর্ষ থামাতে গেলে মমতাজ বেগমকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন