চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মাদক সম্পর্কিত মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের রাজাপাড়া গ্রামের শামসুদ্দিন, একই ইউনিয়নের চর-হরিশপুর গ্রামের রহিম উদ্দিন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথান পাড়া গ্রামের বিশু আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৯ মার্চ রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে ৮০০ গ্রাম হেরোইনসহ শামসুদ্দিন ও রহিমকে গ্রেফতার করে। একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
অপরদিকে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় সদর উপজেলার শাজাহানপুুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় বিশুকে। ওই বছরের ৩ এপ্রিল আদালতে অভিযোগ দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক বেলাল হোসেন। সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন শেষে আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৮/ফারজানা